শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে অবৈধভাবে মজুদ করে রাখা চার হাজার চারশ’ টন ধান-চাল জব্দ করা হয়েছে। বুধবার (১৮জানুয়ারি) বিকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জোয়ানপুর নামক স্থানে অবস্থিত শিনু এগ্রো ইন্ডাস্ট্রিতে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালিয়ে ধান-চালগুলো জব্দ করা হয়।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, শেরপুর শহরের ব্যবসায়ী শফিকুল ইসলাম (শিরু) এর মালিকানাধীন শিনু গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান শিনু এগ্রো অটোমিল ও গুদামটির মালিক। তবে বেশকিছুদিন ধরে এটি ভাড়া নিয়েছেন এসিআই কোম্পানি। মূলত তারাই ধান-চালের ব্যবসা করে আসছেন। এখানে এসিআই কোম্পানির ধান-চাল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে ওই মিল ও গুদামে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন ওই প্রতিষ্ঠানে ২ হাজার ৫৮০ টনের বেশি ধান ও ১ হাজার ৯০০ টন চাল মজুদ পাওয়া যায়। পরে সেসব জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাস আরও জানান, গুদাম ও মিলে থাকা ধান- চাল মজুদের কোন অনুমতি নেই এসিআই কোম্পানির। অবৈধভাবে ধান-চাল মজুদের অভিযোগে কয়েক মাস আগেই একই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও ধান-চাল মজুদ করে রাখায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এসিআইয়ের বগুড়া অঞ্চলের সিনিয়র কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আমাদের ধান ও চাল মজুদের সরকারি অনুমতি আছে। তাৎক্ষণিক এইসব কাগজপত্র তাদের দেখাতে পারিনি। তবে এখন সেসব কাগজ আমাদের হেফাজতে রয়েছে। সেটি তাদের সামনে প্রদর্শন করা হবে বলে দাবি করেন তিনি।