সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

রংপুরে মাইক্রোবাসের ধাক্কায় ৫ সিএনজি-যাত্রী নিহত, আহত ৩

অনলাইন ডেস্ক:

রংপুরের পাগলাপীরের সলেয়াশাহ এলাকায় একটি মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিলে পাঁচজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের গঙ্গাচড়ার সলেয়াশাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, সৈয়দপুরগামী একটি মাইক্রোবাস সলেয়াশাহ এলাকায় ইউটার্ন নেয়া একটি সিএনজিকে ধাক্কা দেয়। সাথে সাথেই দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলে সিএনজির তিন পুরুষ যাত্রী মারা যান। গুরুতর আহত হন পাঁচজন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় আরো দুই নারী মারা যান। এ ঘটনায় নিহতের সংখ্যা পাঁচজনে দাঁড়াল।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- তারাগঞ্জের ইকরচালী নাম ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭) ও সদর উপজেলার পাগলাপীর এলাকার আমজাদ হোসেন (৫১)। অন্যান্য নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

হাইওয়ে পুলিশের পাশাপাশি গংগাচড়া ও সদর থানা পুলিশের সহযোগিতায় নিহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

ওসি জানিয়েছেন, ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করে থানায় নেয়া হয়েছে।

Check Also

সিংড়ায় ২০০ কৃষক পেলেন সার-বীজ

সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *