সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁও থেকে পেট্রোল ও অকটেন গায়েব!

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও থেকে:

তীব্র পেট্রোল ও অকটেন সংকট দেখা দিয়েছে ঠাকুরগাঁওয়ে। প্রায় ১০ দিন ধরে জেলা জুড়ে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল পাওয়া যাচ্ছে না। পূর্ব ঘোষণা ছাড়াই পাম্পে এসে বিপাকে পড়েছে পেট্রোল নির্ভর বিভিন্ন যানবাহনের চালকরা। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও খুচরা বিক্রেতারা বলছেন, ডিপো থেকে পেট্রোল সরবরাহ বন্ধ থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে। তবে কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে তা কেউ বলতে পারছেন না।

প্রথমের দিকে পেট্রোল না থাকায় বিকল্প জ্বালানি হিসেবে অকটেন ব্যবহার করছিলেন চালকরা। তখন অকটেনের উপর চাপ পড়ে ফলে অকটেনের সংকট দেখা দেয়। জেলার মোট ৩৬ টি পাম্পের মধ্যে প্রায় ৩২ টির অধিক ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। হরিহরপুরের সোহেল বলেন, জরুরি কাজের জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়ে দেখি পেট্রোল নাই তাই শূন্য হাতে বাসায় ফিরে যাচ্ছি।

অন্য দিকে মোঃ আলমগীর হোসেন বলেন, আমি মার্কেটিংয়ের কাজে প্রায় ১০০/১৫০ কি.মি.রান করি। কিন্তু ফিলিং স্টেশনে এসে কোন পেট্রোল না পেয়ে মার্কেটে যাওয়া সম্ভব হচ্ছে না। বাঁধন কাঁকন ফিলিং স্টেশনের ম্যানেজার রশিদুল বলেন,ঈদের আগে পেট্রোল শেষ হয়ে গেছে আর এখন অকটেনও শেষ। তাই বাধ্য হয়ে স্টেশন বন্ধ করে দিয়েছি। মেসার্স সুরমা ফিলিং স্টেশনের মালিক মোস্তফা কামাল বলেন, ডিপোতে পেট্রোল সরবরাহ না করায় এবার ঈদে ব্যবসার চরম ক্ষতি হয়েছে। আশাকরি খুব শীঘ্রই সমাধান হবে।

ঠাকুরগাঁও পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি এনামুল হক জানান, জেলায় ৩৬ টি ফিলিং স্টেশন আছে, এরমধ্যে হাতেগোনা ২/১ টি ছাড়া বাকী সবগুলো পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ রয়েছে। তিনি আশা করেন, অল্প সময়ের মধ্যে এ সংকট কেটে যাবে। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শীঘ্রই সমাধান করা হবে।

Check Also

সিংড়ায় ২০০ কৃষক পেলেন সার-বীজ

সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *