সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নায়িকা শ্রাবন্তীর ছেলে কাজ করবেন ক্যামেরার পিছনে!

অনলাইন ডেস্ক:

‘ভয় পেও না’ ছবির প্রচারে এসে ব্যস্ত মা হিসেবে মনের কথা খুলে বললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিছু দিন আগেই মাতৃত্ব দিবস গিয়েছে। একা হাতে ছেলেকে মানুষ করা ইন্ডাস্ট্রিতে টিকে থাকা, কেমন করে সম্ভব? প্রশ্ন শুনেই ঘিয়ে রঙা লম্বা ঝুলের জামায় খোলা চুলে হেসে শ্রাবন্তী বললেন, “আমি যে কত কম বয়সে মা হয়েছি। এখন ভাবলেই কেমন লাগে! তবে আমিই ওর মা, আমিই ওর বাবা। এ ভাবেই আমাদের দুজনের জীবন এগিয়েছে। আমার ছেলেও খুব পরিণত।আমার সব পদক্ষেপে ওর সমর্থন থাকে।”

ছেলেকে ঝিনুক নামেই ডাকেন শ্রাবন্তী। শ্রাবন্তী ও তাঁর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান ঝিনুক। দেখতে দেখতে ছেলে বড় হয়ে গিয়েছে। নিজের পছন্দের সঙ্গিনীও খুঁজে নিয়েছে সে। অভিমন্যুর প্রেমিকার নাম দামিনী ঘোষ। পেশাদার মডেল সে। শ্রাবন্তীও মা হিসেবে ছেলের প্রেমকে মান্যতা দিয়েছেন। মা ছেলের এই বোঝাপড়াই শ্রাবন্তীর পেশাদার জীবনকে সমৃদ্ধ করেছে বলে মনে করেন নায়িকা।

অভিমন্যুর ভবিষ্যৎ কী? শ্রাবন্তী বললেন, “ঝিনুক ইন্ডাস্ট্রিতেই কাজ করবে। তবে ক্যামেরার সামনে নয়। ক্যামেরার পেছনে। তবে ও এখন ছোট। আগে পড়াশোনা করুক।”

 

সৌজন্যে: আনন্দবাজার অনলাইন

Check Also

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা!

অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরডার্ন। ঘোষণাটি নিয়ে যে বিস্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *