বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

দিনাজপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে দুলাল সভাপতি ও কচি সাধারণ সম্পাদক নির্বাচিত

মোঃ আজিজার রহমান,  দিনাজপুর থেকে:

দিনাজপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সাথে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বার বার কারা নির্যাতিত বিএনপি নেতা বখতিয়ার আহমেদ কচি। ১৪ মে ২০২২ তারিখ শনিবার দিনব্যাপী সম্মেলন শেষে বিকেলে ভোট গ্রহণ করা হয়। রাতে বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ।

ভোটে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা, সাবেক যুবদল নেতা আমিনুল ইসলাম মুন্না ও দিনাজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরীর সহধর্মীনি হাসনা হেনা চৌধুরী হিরা। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের ৩টি পদসহ মোট ৭টি পদে সর্বমোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভা মিলে ২২টি ইউনিট রয়েছে। এর মধ্যে চিরিরবন্দর ও খানসামা উপজেলায় কাউন্সিল না হওয়ায় এই ২ টি ইউনিট ছাড়া বাকী ২০টি ইউনিটের ১ হাজার ৯১৯ জন কাউন্সিলর ছিলেন। দীর্ঘ এক যুগ পর এ কাউন্সিল অনুষ্ঠিত হলো। ২০১২ সালে সর্বশেষ কাউন্সিরের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন মরহুম লুৎফর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা মরহুম মুকুর চৌধুরী।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *