সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

সিরাজগঞ্জ থেকে ১৯৪ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা ১৯৪ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্র‌েফতারকৃতরা সিরাজগঞ্জের কামারখন্দ থানার চালা গ্রামের আব্দুল করিম সরকারের ছেলে রাজু (২৬) এবং বগুড়া সদরের জাহানাবাদ গ্রামের আবু তাহেরের ছেলে রুবেল (৩৫)।
র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল হেফাজতে রেখে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১৫ মে (রবিবার) রাত ৮টায়  সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ঝাঐল ইউনিয়নস্থ চালা সাবাজপুর গ্রামের গ্রেফতারকৃত আসামী মোঃ রাজু আহম্মেদ (২৬), পিতা-মোঃ করিম সরকার এর বসতবাড়ীর ভিতর আঙ্গিনায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রাজু আহম্মেদ (২৬), পিতা-মোঃ করিম সরকার, সাং-চালা, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ, এবং মোঃ রুবেল মিয়া (৩৫), পিতা-মোঃ আবু তাহের, সাং-জাহানাবাদ, থানা ও জেলা-বগুড়াদ্বয়কে ১৯৪ বোতল ফেন্সিডিল ও মোবাইলসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় সোপর্দ করা হয়েছে।

 

র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *