সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

 সিংড়া (নাটোর) সংবাদদাতা:

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) সকাল ৯ টার দিকে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বিনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সাইদুর রহমান বিনগ্রাম এলাকার মোস্তফা কামালের ছেলে ও বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, সোমবার (১৬ মে) সকালে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বিনগ্রামে এক পুকুরে বিদ্যুৎ সংযোগ দিয়ে শেয়াল মারা ফাঁদপাতা ছিল। পরে ওই পুকুরে মরা মাছ তুলতে গিয়ে ওই শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *