নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বামা) ও মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়-এর যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার সকাল ১০টায় জলেশ্বরীতলাস্থ হোটেল লা ভিলা’য় “Necessity of Good Agriculture Practice (GAP) of Medicinal Plants” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির ভার্চুয়াল উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও মন্ত্রী এবং বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বামা)’র সিনিয়র সহ-সভাপতি এ.বি.এম গোলাম মোস্তফা।
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি শিবব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. মো. নূরুজ্জামান সরকার।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড সদস্য হাকীম ইজাজুল হক, বামা সদস্য ও বেক্সটার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এম রুবেল তালুকদার ও বামা বিভাগীয় প্রধান মো. মঈন উদ্দিন রুবেল।
উক্ত অনুষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রম উপস্থাপন করেন হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ, বগুড়ার অধ্যক্ষ হাকীম মো. মনিরুজ্জামান খান।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বামা)’র সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান। খবর বিজ্ঞপ্তির