শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের জোড়গাছা এলাকার এলজিডির আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত জোড়গাছা ব্রিজটি চাকদা ট্রেডিং কোম্পানির ডেজারের ধাক্কায় ব্রিজের ৬ নম্বর পিলার ভেঙে গেছে। এ ঘটনায় চাকদা ট্রেডিং কোম্পানির ড্রেজার চালক সহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন চালক কবির হোসেন, রাশেদ, ইসমাইল। রোববার (২২ মে) দুপুর ১২ টায় চাকদা ট্রেডিং কোম্পানির একটি ডেজারের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, চাকদা ট্রেডিং কোম্পানির সারিয়াকান্দি এলাকায় বালু উত্তোলনের কাজ শেষ করে সিরাজগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। এ সময় জোড়গাছা-বেলগাছির আর সিসি গার্ডার ব্রিজটির নিজ দিয়ে পারাপার হওয়ার সময় ড্রেজারটি এক সাইড পশ্চিমের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঘুড়ে গিয়ে ড্রেজারের মাথা পূর্বের সাইটের ৬ নম্বর পিলারের সাথে লেগে একটি পিলার ভেঙ্গে যায়। এবং পিলারটি নির্ধারিত স্থান থেকে ৮ ইঞ্চি দূরত্ব সৃষ্টি হয়। এ ঘটনায় শেরপুর উপজেলা প্রকৌশলী অফিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
দলটির প্রধান উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভারী যান চলাচল প্রাথমিকভাবে বন্ধ রাখা হয়েছে।
এ ব্যাপারে সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এগিয়েছি এবং ডেজার চালকসহ ৮ জনকে আটক করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এবং ইউনিয়ন পরিষদ থেকে দুইজন গ্রামপুলিশ ব্রিজের পাশে রাখা হয়েছে যেন ৫ টনের অধিক মালামাল নিয়ে ব্রিজটির উপর দিয়ে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী সূত্রে জানাযায়, মির্জাপুর জিপি হইতে সুঘাট ইউনিয়নের রাস্তা চেইনেজ ৪ হাজার ৬ ৪০ মিটার এর ৭ ভেন্ডের মোট ১৫৩ মিটার আরসিসি গার্ডার ব্রিজ। হাজার ১৯৯৬-১৯৯৭ সালের অর্থ বছরে বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ডের প্রকল্পের আওতায় তালুকদার কনস্ট্রাকশনের মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি ৩০ জুন ২০০৭ সালে উদ্বোধন করা হয়।