সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ৭ সদস্য একযোগে পদত্যাগ করেছেন।
রবিবার (২২ মে) কমিটির সভাপতি ও সম্পাদক বরাবর লিখিত পদত্যাগ পত্রটি জমা দেয়া হয়।
জানা যায়, সিংড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং দীর্ঘদিন ধরে কোনো কার্যক্রম না থাকায় পুনরায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে কার্যকরী কমিটির এই ৭ সদস্য পদত্যাগ করেন।
পদত্যাগকারীরা হলেন, সিংড়া প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক সৌরভ সোহরাব, দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম সুমন, নির্বাহী সদস্য শোভন আহমেদ সাদ্দাম ও মোঃ আনোয়ার হোসেন আলীরাজ।
সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সভাপতির সাথে পরামর্শক্রমে সকলের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। কমিটির মেয়াদ এখনো শেষ হয়নি। মেয়াদ উত্তীর্ণ হলে যথাসময়ে নির্বাচন দেয়া হবে। সিংড়া প্রেসক্লাব বৃহৎ সংগঠন। সেখানে মাত্র ৭ জন পদত্যাগ করায় তেমন কোনো প্রভাব পড়বে না। এ শূন্যস্থান পূরণ হয়ে যাবে।