সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৯:২১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

সাপাহারে ভূমি সপ্তাহ সেবা উপলক্ষে গণশুনানী অনুষ্ঠিত


সাপাহার(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে ভূমি সেবা সপ্তাহ-২০২২ (১৮ মে হতে ২৩মে) উপলক্ষে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে উক্ত গণশুনানী শুরু হয়। এ সময় ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রায় দেড় শতাধিক অংশগ্রহণকারী সেবা গ্রহীতার মতামত অভিযোগ শোনেন উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার (ভূমি অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্যাহ আল মামুন। পরে অংশ গ্রহণকারীদের মতামত ও অভিযোগের ভিত্তিতে সকল শুনানি নিষ্পত্তি করা হয়।

এসময় কিছু ব্যক্তিকে প্রস্তাবিত খতিয়ান ও ডিসি আর হস্তান্তর করা হয়। এসময় উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন সহ উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *