সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

এ বছর ১০ লাখ মানুষ হজ করতে পারবেন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

স্বাস্থ্যবিধি মেনে এ বছর ১০ লাখ হজযাত্রী হজ করতে পারবেন। হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

আজ শনিবার এক টুইটে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের কম হতে হবে। এছাড়া পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদও লাগবে।

করোনা মহামারির কারণে গত বছর সীমিতসংখ্যক হজযাত্রী হজ পালন করতে পেরেছেন। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছেন। মহামারির আগের বছরগুলোতে হাজির সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত।

Check Also

কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণে নিহত ২০

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *