কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সায়িম ৫টি বিষয়ে কৃতিত্ব লাভ করতে সক্ষম হয়েছে। ২৯ মে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এর মধ্যে ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ সামিউল হক সায়িম মোট ৫টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপস্থিত বক্তৃতায় ১ম, রচনায় ১ম, কবিতা আবৃত্তিতে ২য় , ক্বিরাতে ২য় এবং ইসলামী জ্ঞান এ ২য় স্থান অর্জন করেছে।
জয়পুরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সায়িমকে পুরস্কার প্রদান করেন জয়পুরহাট জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও উক্ত অনুষ্ঠানের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম।