সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঘোড়াঘাটে বাসের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে আব্দুল ওয়াদুদ দুদু (৬২) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য প্রথমে আহত এবং পরে রংপুর মেডিকেল হাসপাতালে নিহত হয়েছেন। প্রথমে তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে, তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মে) সন্ধায় ঘোড়াঘাট পৌর এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টিএনটি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত দুদু পৌর এলাকার এসকে বাজার গ্রামের মৃত নেছার উদ্দীন তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধায় দিনাজপুর থেকে ছেড়ে আসা স্বপ্ন পরিবহণ (ঢাকা মেট্রো-ব-১৪-৫৮১১) নামের একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। একই সময় ওসমানপুর বাজার থেকে সাইকেল যোগে দুদু মিয়া সড়ক দিয়ে নিজ বাড়ির দিকে যাবার সময় বাসের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয় লোকজন গাড়িটিকে আটক করে এবং আহত দুদুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সহকারী সার্জন ডা. রুপম কুন্ডু বলেন, আহত ব্যক্তিতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার ডান হাত ভেঙ্গে ঝুলে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশ জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা রংপুর মেডিকেলে পাঠিয়েছি। পরে জানতে পেরেছি রংপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *