নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১৩৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতকারকৃতরা হলো- রংপুরের পীরগঞ্জ জেলার বাহাদুরপুর গ্রামের হাফিজারের ছেলে আবু রায়হান মিয়া (২৮) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার হাবিবছড়ি গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে আবু সাঈদ (৩৩)।
আজ (মঙ্গলবার) সকালে শাজাহানপুর থানার বেতগাড়ী ২য় বাইপাস সংলগ্ন বেতগাড়ী মদিনা জামে মসজিদের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা হতে রংপুরগামী বাসে ২ জন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট হেফাজতে রেখে বহন করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল আজ সকাল ০৬.১৫ টায় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বেতগাড়ী ২য় বাইপাস সংলগ্ন বেতগাড়ী মদিনা জামে মসজিদের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে। এসময় ১৩৩০ পিচ ইয়াবা ট্যাবলেট, মোবাইল এবং নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।