রুহুল আমিন সরকার, বাগাতিপাড়া (নাটোর):
আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় তিন দিনব্যাপী গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
অনুষ্ঠানের সভাপতিত্ব ও প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (অ.দা.) ডা.চন্দন কুমার ।
রিসোর্স পার্সন হিসেবে থেকে উক্ত বিষয়ে সম্মুখ ধারণা প্রদান করেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.গোলাম মোস্তফা ও উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.হুমায়ন কবির।
অন্যান্যর মধ্যে ছিলেন, উপজেলা প্রেসক্লাব’র সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ । প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ২৫ জন খামারী অংশ গ্রহণ করেন।