নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনজুর রহমান ওরফে মনজু (৪০) কে আটক করেছে সাপাহার থানা পুলিশ।
জানাগেছে, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার এর নির্দেশনায় গত ৩১ মে রাত ৮ টায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালিয়ে এসআই মানিক ও এসআই জিন্নাতুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনজুর রহমান ওরফে মনজুকে গ্রেফতার করে। তাকে সাপাহার থানাধীন সাপাহার ইউপি এর দক্ষিণ গোডাউনপাড়া গ্রামস্থ জনৈক বুলু মন্ডল এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। আটককৃত মজনু করলডাঙ্গা গ্রামের মৃত আয়েজ উদ্দিন ওরফে চেরু এর ছেলে।