সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঘোড়াঘাটে মাদকসেবী স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে মদ খেয়ে এসে স্ত্রী ও সন্তানদের মারধর করায় স্বামী বিশ্বনাথ সরেন(৪৮)কে পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী মনিকা হাঁসদা।
বুধবার (১জুন) সকাল ১১টায় উপজেলার বিন্যাগাড়ী থামাকুপাড়া গ্রাম থেকে স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে নিজ বাড়ী থেকে তাকে আটক করে পুলিশ। আটক বিশ্বনাথ সরেন যোহর সরেনের ছেলে।

একই দিন দুপুরে বিশ্বনাথ সরেনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম মাদক সেবন ও স্ত্রী সন্তানদের মারধরের অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসার কবির জানান, স্ত্রী সহ সন্তানদের মারধর করে বাড়ী থেকে বের করে দেয়। এমন অভিযোগ এনে স্ত্রী মনিকা হাঁসদা ঘোড়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে বিশ্বনাথ সরেনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে, আদালতের বিচারক এ দন্ড প্রদান করেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *