শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে আমগাছ থেকে আম পারতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুত্রুবার দুপুর ১.৪৫ মিনিটের দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কালসিমাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত কলেজ শিক্ষক মো. জাহিদুল আহম্মেদ (৪৮) কালসিমাটি গ্রামের পুকুরপাড়ার মোঃআব্দুল জব্বার মাষ্টারের ২য় ছেলে। তিনি কাজীপুর উপজেলার আমিনা মুনসর ডিগ্রী কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
নিহতের চাচাতো ভাই ফারুক আহমেদ জানান, দুপুরে আমগাছে বাঁশ দিয়ে তিনি আম পারছিলেন। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু।