শেরপুর (বগুড়া)প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালো বগুড়ার শেরপুরের শিক্ষার্থী রাসুলে মুসাফি আসলাম (২১)।
শুক্রবার (৩ জুন) বিকাল ৩টার দিকে চট্টগ্রামের লোহাগড়ায় চুনতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আসলাম শেরপুর শহরের বাগানবাড়ি এলাকার বিশিষ্ট ইট ভাটা ব্যবসায়ী রেজাউল করিম বাবলুর একমাত্র ছেলে এবং সে ঢাকায় AIUB বিশ্ববিদ্যালয়ের এলএলবি ২য় বর্ষের ছাত্র ছিলো এলএলবি ২য় বর্ষের ছাত্র ছিলো।
নিহতের স্বজনেরা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আরও তিনজন গুরুতর আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।