সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বিরামপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জুন, রবিবার সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালী শেষে বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহকারী ভুমি কমিশনার (ফুলবাড়ী) শামিমা আক্তার জাহান, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম ও বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে ৫নং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, ১নং ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৬নং ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,৪নং ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, ৩নং ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, ইউপি সদস্যগণ, পৌর কাউন্সিলরবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু উপজেলা চত্তরে চালতা, পলাশ ও তেঁতুল গাছের চারা রোপণ করেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *