নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় তাঁত বস্ত্র ও কুঠির শিল্প মেলায় প্রবেশ ফি’র নামে লটারী বন্ধের দাবীতে জেলা প্রমাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা শাখা।
আজ (সোমবার দুপুরে) সংগঠনের জেলা সভাপতি হাফিজুর রহমান মন্টুর নেতৃত্বে সুজনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক জিয়াউল হকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।
এরপর তারা জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করেন। পুলিশ সুপারের অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার স্মারকলিপি গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সুজনের জেলা সেক্রেটারী হুমায়ন ইসলাম তুহিন, যুগ্ম-সাধারন সম্পাদক সেলিম রেজা সানু, সাংগঠনিক সম্পাদক মমিনুর রশিদ সাইন, কোষাধ্যক্ষ নুরে হাবিব, সদস্য মাহবুবুর রহমান চপল, শাজাহানপুর উপজেলা সভাপতি সাজেদুর রগহমান সবুজ, শবগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল ওয়াদুদ এবং গাবতলী উপজেলা সেক্রেটারী সাংবাদিক আবু মুসা।