সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
দেশের প্রথম সরকারি ইন্সটিটিউট অফ লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি গাইবান্ধার শিক্ষার্থীরা বিক্ষোভ, সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে।  বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে কলেজটির সকল ব্যাচের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে।

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রম থেকে মেডিসিন বিষয়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ সরিয়ে ফেলে এই কোর্সকে মানহীন করার অভিযোগ তোলে। এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কলেজ ক্যাম্পাসে র‌্যালী প্রদক্ষিন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে দ্বিতীয় ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ সাকিব হোসেন তৃতীয় ব্যাচের পক্ষ থেকে নিতাই চন্দ্র পার্থ এবং তামান্না মারিয়া আশা, চতুর্থ ব্যাচের পক্ষ থেকে মোঃ নুহু ইসলাম।

এসময় বক্তারা তাদের দাবীদাওয়া গুলো উত্থাপন করেন এবং এর যথাযথ সমাধান দাবী করেন। সমাবেশ শেষে আইএলএসটি অধ্যক্ষ বরাবরে শিক্ষার্থীদের দাবি সমূহ উল্লেখ করে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।

Check Also

সিংড়ায় ২০০ কৃষক পেলেন সার-বীজ

সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *