সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:২২ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

মেধাবী ক্রিকেটার সবুজ রানা বাঁচতে চায়

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আখানগর ইউনিয়নের আখানগর(খেঁকী ডাঙ্গা) গ্রামের মেধাবী ছাত্র ও তুখোঁড় উদীয়মান ক্রিকেটার সবুজ রানা (১৯) দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। তার অসহায় পরিবার চিকিৎসার ভার বহন করতে পারচ্ছে না,ফলে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে সব শেষ হয়ে যাচ্ছে। তার পিতা একজন দিনমজুর, প্রায় বছর খানেক ধরে চিকিৎসার খরচ বহন করতে করতে নিঃশেষ হয়ে গেছে।

সবুজ রানা বলেন, আমার পিতা একজন দিনমজুর, তার সর্বস্ব দিয়ে আমার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এখন তার পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি বাঁচতে চাই। এই পৃথিবীতে কি এমন সহৃদয় ব্যক্তি নেই,যে আমার চিকিৎসার জন্য এগিয়ে আসবে। আমি এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চাই, হে আল্লাহ তুমি আমার হায়াত বৃদ্ধি করে দাও। এ কথা বলতে বলতে আবেগ আপ্লূত হোন।

সবুজ রানার বাবা জহেরুল ইসলাম বলেন, বিনা চিকিৎসায় চোখের সামনে ছোট ছেলেটা শেষ হয়ে যাচ্ছে, এটা সহ্য করতে পারছিনা। আমি সমাজের বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই অসহায় পিতাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। সবুজ রানার বন্ধু আব্দুল করিম বলেন, সে যেমন মেধাবী তেমন ক্রিকেটারও। এখন টাকার অভাবে চিকিৎসা একেবারে বন্ধ। অন্যদিকে আখানগর ইউনিয়নের চেয়ারম্যান রোমান বাদশা বলেন, রানার বাবা ভীষণ গরীব ও অসহায়। তাকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি সমাজের বিত্তবান মানুষের কাছে তার চিকিৎসার সাহায্যের জন্য আকুল আহ্বান জানাচ্ছি। সমাজের কোন সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিলে বিকাশ নাম্বার +৮৮০১৩০৩৫২৩৬৫৪ ( ব্যক্তিগত) যোগাযোগ করবেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *