গাবতলী(বগুড়া) প্রতিনিধি :
বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের বেলতলা গ্রামের সোলাইমান আলীর পুত্র নুরে আলম সিদ্দিকীর ৩টি পুকুরে গ্যাস ট্যাবলেট(বিষ) প্রয়োগে পোনা মাছ নিধন করেছে দুবৃত্তরা। জানাগেছে ১২ই্ জুন রবিবার রাতে পুর্বশত্রুতার জেরে কে-বা কাহারা নুরে আলম সিদ্দিকীর ৬বিঘা জমির ৩টি পুকুরে গ্যাট ট্যাবলেট প্রয়োগ করে পোনা মাছ নিধন করেছে।
নুরে আলম সিদ্দিকী জানান, সোমবার সকালে পুকুর পারে গিয়ে দেখি সব পোনা মাছ মরে ভেসে উঠেছে। তিনি আরো বলেন এতে করে তার ৫লাখের বেশী টাকা ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্বা ক্ষতিগ্রস্থ পুকুরের পোনা মাছ পরিদর্শকালে জানান তদন্ত করে এই দূবৃত্তদের ধরে আইনের আওত্বায় এনে কঠিন শাস্তি দিতে হবে। উক্ত ওয়ার্ডে ইউপি সদস্য মুঞ্জরুল আলম বলেন শত্রুতার করে দূবৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট মৎসচাষী নুরে আলম সিদ্দিকীর ব্যাপক ক্ষতি করেছে এদের ধরে আইনে সোপর্দ করতে হবে। এ খবরে এলাকার শতশত মানুষ বিষ প্রয়োগ করা পুকুরের মরা পোনা মাছ দেখার জন্য ছুটে আসে।