সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়।

১৬ জুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা ইউনিটের আয়োজনে সমাবেশে সংগঠনের ঠাকুরগাঁও জেলা ইউনিটের সভাপতি এ্যাড. সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সংগঠনের ঠাকুরগাঁও জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. এনতাজুল হক, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো: গোলাম রব্বানী প্রমুখ।

এ সময় সংগঠনের সহ সভাপতি এ্যাড. মহসিন ভুইয়া, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. জয়নাল আবেদীনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিয়ে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *