নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে ধেয়ে আসা পানিতে বগুড়ায় যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের ফসলী জমিতে পানি প্রবেশ করতে শুরু করেছে। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রন বাঁধের পুর্ব পার্শ্বে লোকালয়েও পানি প্রবেশ করেছে।
শনিবার (১৮ জুন) বিকেল ৩টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমানার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ২৫সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
মথুরাপাড়া পয়েন্টের পানি উন্নয়ন বোর্ডের রিডার পরশুরাম জানান, গত ক য়দিন দ্রুত পানি বাড়লেও শনিবার থেকে পানি বৃদ্ধির গতি কমে এসেছে।
গত বৃহস্পতিবার রাত থেকেই যমুনার পানি ব্যাপক বাড়তে থাকে। বৃহস্পতিবার বিকেল ৩টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমার ৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার বিকেলেই বিপদসীশা অতিক্রম করে। দুইদিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, বোহাইল, কাজলা, চন্দনবাইশা, সারিয়াকান্দি সদর, হাটশেরপুর, কুতুবপুর, ও কামালপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় ধান, মাশকলাই, মরিচ, ভুট্টাসহ বিভিন্ন ফসলী জমিতে পানি প্রবেশ করেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনা নদীতে আরো ২/৩ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।
জেলা ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তা জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। চরাঞ্চলের এলাকাগুলোর ফসলী জমিতে পানি উঠেছে। তবে, সরকারি ভাবে এসংক্রান্ত সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।