সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ইনায়েতপুর দাখিল মাদ্রাসার ৪ তলা ভবনের উদ্বোধনী

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নিজাম উদ্দীন জলিল জন এম পি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, আমার বাবা প্রয়াত নেতা মরহুম আব্দুল জলিল সাহেবের স্মৃতি বিজড়িত এ মাদ্রাসার উন্নয়নে অবদান রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ মাদ্রাসার সাথে আমার অনেক স্মৃতি জড়িত। কাজেই মাদ্রাসার উন্নয়নে সবসময় পাশে থাকার চেষ্টা করবো।

সোমবার বিকেলে নওগাঁ সদর উপজেলাস্থ ইনায়েতপুর দাখিল মাদ্রাসার ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আব্দুর রাজ্জাক।

মাদ্রাসার এবতেদায়ী প্রধান মাওলানা মোঃ মোনায়েম হোসাইনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন বাবু নির্মল কৃষ্ণ সাহা, যুবলীগের জেলা সভাপতি এ্যাডঃ খোদা দাদ খান পিটু, উপজেলা আওয়ামেলীগের সভাপতি মাহবুবুল হক কমল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম, বোয়ালিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান আফলাতুন, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আজিজ মিন্টু, ইশতিয়াক আহমেদ ইমরান, ইউপি সদস্য সাগর, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক – শিক্ষিকা, ছাত্র- ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *