সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বাজে ব্যাটিংয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

তৃতীয় দিন শেষেই ভর করছিল হারের শঙ্কা। কারণ চতুর্থ ইনিংসে ৪১৩ রান করা সম্ভব না। আগের দিন ৩ উইকেট হারিয়ে সেই শঙ্কা জোড়ালো হয়েছিল। সোমবার চতুর্থ দিনে বাকি ৭ উইকেটে লড়াইও করতে পারেনি বাংলাদেশ। এক ঘণ্টায় ৮০ রানে অল আউট বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৩৩২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ পেল হোয়াইটওয়াশের লজ্জা (২-০)।

পোর্ট অব এলিজাবেথে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ৪৫৩ রান। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ২১৭ রানে। ফলোঅনে বাংলাদেশ পড়লেও দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৪১৩ রান। সে লক্ষ্যে খেলতে নেমে রোববার তৃতীয় দিন শেষে ২৭ রান তুলতে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

সোমবার বাকি ৭ উইকেটে বাংলাদেশের ব্যাটিং ছিল চিরচেনা ব্যর্থতায়। মাত্র এক ঘণ্টা টিকতে পেরেছে মুমিনুলরা। দলীয় ৩৩ রানে দিনের প্রথম উইকেট পতন। মহারাজের বলে এলগারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১ রান করা মুশফিক। এরপর ধারাবাহিক বিরতিতে পড়ে উইকেট। প্রথম টেস্টের মতোই এবারো দ্বিতীয় টেস্টে স্পিন দিয়ে কুপোকাত করে দক্ষিণ আফ্রিকা।

মহারাজ একাই নেন ৭ উইকেট। বাকি ৩ উইকেট নেন হার্মার। বাংলাদেশের ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি ইয়াসির আলী, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। সব মিলিয়ে সংখ্যাটা ৬। আগের দিন মহারাজের বলে গোল্ডেন ডাক মারেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

লিটন দাসের ব্যাটে আসে সর্বোচ্চ ২৭ রান। ৩৩ বলের ইনিংসে তিনি হাঁকান ৫টি চার। মেহেদী হাসান মিরাজ করেন ২০ রান। বাকিরা ছিলেন যাওয়া-আসার মিছিলে। ৭ উইকেট নেয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান কেশভ মহারাজ। সিরিজ সেরার পুরস্কারও তিনিই জেতেন।

প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছিল মাত্র ৫৩ রানে। সেই টেস্টে বাংলাদেশ হেরেছিল ২২০ রানে। এবার দ্বিতীয় টেস্টে বড় হার। সব মিলিয়ে টেস্ট সিরিজের বাজে হারের স্মৃতি নিয়েই এখন দেশে ফেরার অপেক্ষায় টাইগাররা। তারপরও এবারের দক্ষিণ আফ্রিকা সফর বাংলাদেশের জন্য সুখকর। আর সেটা ওয়ানডে সিরিজের জন্য। যেখানে প্রথমবারের মতো প্রোটিয়াদের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় তামিম ব্রিগেড। সেটাই একমাত্র সান্ত্বনা। টেস্ট সিরিজ হারের ক্ষতে প্রলেপ দেবে ওয়ানডের দাপট।

Check Also

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলার মেয়েদের

অনলাইন ডেস্ক: নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসরে দুর্দান্ত শুরু করলো বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *