বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ সদরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী মোড় এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করছেন। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

তিনি জানান, সকালে নওগাঁ থেকে একটি ট্রাক রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। আর অটোরিকশাটি নিয়ামতপুর থেকে নওগাঁর দিকে আসছিল। ৮ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী মোড় এলাকায় অটোরিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার ৫ যাত্রী। ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকটি উদ্ধারে কাজ করছে। ট্রাকের চালক পালিয়ে গেছে না কি ট্রাকের ভেতরে রয়েছে তা বলা যাচ্ছে না।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *