নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর পোরশায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, গাঙ্গুরীয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন।