সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নওগাঁর মহাদেবপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

 নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে পরিবরের লোকজনের উপর অভিমান করে বিষাক্ত গ্যাসবড়ি খেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার বিলশিকারী গ্রামে। মঙ্গলবার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁর সদর হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার হাতুড় ইউনিয়নের বিলশিকারী গ্রামের গোপাল মহন্তের মেয়ে বিলশিকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী কোহেলী মহন্তের (১৪) সাথে একই গ্রামের সুদর্শন চন্দ্র মহন্তের ছেলে রকি মহন্তের (১৭) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অন্যান্য দিনের মত সোমবারও কোহেলী মহন্ত স্কুলে গিয়ে কৌশলে স্কুল থেকে বের হয়ে প্রেমিক রকি মহন্তের সাথে চলে যায়। ঘটনাটি জানাজানি হলে নিহত কোহেলীর মা স্কুলে গিয়ে তার মেয়ে কোথায় জানতে চেয়ে শিক্ষকদের সাথে বাকবিতন্ডা করেন। পরে স্কুল ছুটির আগেই কোহেলী মহন্ত স্কুলে ফিরে আসলে শিক্ষকরা তাকে বকাঝকা করেন। বিকেলে কোহেলী বাড়ি ফিরলে তার মা ও পরিবারের লোকজন তাকে শাসন করে। এ ঘটনায় অভিমান করে ওই দিন রাত সাড়ে ৮ টার দিকে পরিবারের সবার অজান্তে কোহেলী বিষাক্ত গ্যাসবড়ি খেয়ে আত্বহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে প্রেমিক রকি মহন্ত পলাতক রয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *