সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে নিখোঁজের ২৪ ঘন্টা পর এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে নদীর পাড়ে ছাগল চরাতে এসে এস.এস.সি পরীক্ষার্থী আসিফ ইকবাল (১৫) নিখোঁজের ২৪ ঘন্টা পর বাঙ্গালি নদী থেকে লাশ উদ্ধার । আসিফ খানপুর ইউনিয়নের বরইতলী চৌধুরী পাড়া এলাকার এরশাদ হোসেনের ছেলে ও শুবলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

আসিফের দাদা তোজাম চৌধুরী জানান, আসিফ সোমবার বিকালে ছাগল চরাতে নদীর পাড়ে যায়। নয়াপাড়া এলাকায় নদীর পাড়ে সন্ধ্যার দিকে দাদা তোজাম চৌধুরী ছাগল নিয়ে বাসায় যাওয়ার জন্য বললে,দাদাকে বাসায় যেতে বলে এবং সে পরে আসছে এ কথা শুনে দাদা তোজাম চৌধুরী চলে যায়। এরপর ছাগলটি দড়ি ছিড়ে বাড়িতে গেলেও আসিফ বাড়িতে ফিরে না যাওয়াই আত্মীয়-স্বজনের বাড়ি এবং আশেপাশে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে রাজশাহী থেকে ডুবুরিদল ৫ ঘণ্টার অভিযানের পর ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার ভাটিতে ডুবন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয় ।

শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান, এক স্কুল ছাত্র বাঙ্গালী নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। তখন আমরা ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী ডুবুরি দলকে নিয়ে এসে নদীতে ৫ ঘন্টা অভিযান করে লাশটি উদ্ধার করি।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *