বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ৬:৪৪ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঘোড়াঘাটে সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের হিড়িক!

আজিজার রহমান, ঘোড়াঘাট (দিনাজপুর):

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে সড়ক – মহাসড়কে একাধিক অবৈধ যানবাহন চলাচলে যানজটের সৃষ্টিতে ভোগান্তি বাড়ছে। সেই সাথে হচ্ছে পরিবেশ দুষণ। দূর পাল্লার যানবাহন ও অবৈধ যানবাহনের কাছে জিম্বি হয়ে পড়েছে মানষ। অবৈধ যানবাহন অবাধ চলাচলে বাড়ছে দূর্ঘটনাও। তাতে ঘটছে প্রাণহানি। আইন আছে, প্রয়োগ নেই। প্রশাসনের নজর দারি ও যথাযথ আইন প্রয়োগ না হওয়ায় এ সব যানবাহনের চালকরা আইনের তোয়াক্কা করছেনা। ঘোড়াঘাট উপজেলার মহাসড়কসহ বিভিন্ন সড়কে চলছে অবৈধ যানবাহন ভটভটি, নছিমন, অটোভ্যান-রিক্স ও ইজিবাইক।

প্রশিক্ষণ ছাড়াই আইন প্রয়োগকারী সংস্থাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে দেদারছে বেপরোয়া ভাবে চলছে এ সব অবৈধ যানবাহন। সড়ক -মহাসড়ক দখল করে নিয়েছে ওই সকল যানবাহন। ফলে পথচারীরা পড়ছে ভোগান্তিতে। সড়ক-মহাসড়ক ছাড়াও ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন হাট-বাজারের সরু ও সংকীর্ণ রাস্তায় চলাচলে তারা আইন না মেনে উল্লেখিত যানবাহন চলাচল করচ্ছে। যানবাহনের চালকদের নেই কোন প্রশিক্ষণ ও নেই ও ড্রাইভিং লাইসেন্স। যানবাহন গুলোর নিয়ন্ত্রন করার মতো ব্রেক ব্যব্যবস্থাও ভালো নেই। নেই কোন স্টিয়ারিং ব্যবস্থা। ঠুনকো ব্রেকব্যবস্থা আছে যা চলাচলের উপযোগী বা মান সম্মত নয়। যানবাহন গুলো রাস্তা গুলোতে চলাচলের কারনে যানজটেও কারণ হয়ে দাঁড়িয়েছে। যানজট ছাড়াও যানবাহনের ধোঁয়ায় পরিবেশ দুষিত হচ্ছে। এ ছাড়াও জমি চাষের কাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার ও ট্রাক্টরের সাথে ট্রলি সংযোগ করে বালু, ইট, মাটি বহনের কাজে ব্যবহার করা হচ্ছে। এ সব অবৈধ পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর উপজেলার বিভিন সড়ক- মহাসড়কে বেপরোয়াভাবে দাপিয়ে চলাচল করছে। এতে করে এসব যানবাহনের সাথে প্রায় ঘটছে দূর্ঘটনা। ফলে পথচারীরা আতঙ্ক নিয়ে চলাচল করছে।

উপজেলার রাণীগঞ্জ-মহিলানদী,বিন্যাগাড়ী -রাণীগঞ্জ, রামেশ্বপুর মহিলা কলেজ,কামানডুবা-কলাবাড়ি, কুলানন্দপুর,শালিকাদহ,বলগাড়ি-রাণীগঞ্জ, রাণীগঞ্জ-ডুগডুগীহাট,ডুগডুগীহাট-ভাদুরিয়া,ঘোড়াঘাট-ডুগডুগীহাট,ঘোড়াঘাট-কামদিয়া,ঘোড়াঘাট-পলাশবাড়ি সড়কসহ বিভিন্ন সড়ক- মহাসড়কে চলছে এ সব যানবাহন। দেখার কেউ নেই।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *