অনলাইন ডেস্ক:
ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে, তা দিয়ে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তারা নিউক্লিয়ার বোমা বানাতে পারবে।
মঙ্গলবার এমন কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ইরান সম্পর্কিত বিশেষ দূত রব মেলি।
গণমাধ্যম ন্যাশনাল রেডিও পাবলিককে রব মেলি বলেন, এটা এমন একটি জিনিস যেটি আমরা জানব, আমরা দেখব এবং আমরা সেটির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিব যেমনটা আপনি ভাবছেন।
তবে রব মেলি জানিয়েছেন, ইরান এমন উদ্যোগ এখনো নেয়নি, যার মাধ্যমে বোমাটি তৈরি করা হবে। তবে ইরান যেভাবে ইউরেনিয়াম বাড়াচ্ছে সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে ২০১৫ সালে হওয়া একটি পুরনো পারমাণবিক চুক্তি নতুন করে করতে গত সপ্তাহে অনানুষ্ঠানিক বৈঠকে বসে যুক্তরাষ্ট্র-ইরান।
এ চুক্তি করা নিয়ে আলোচনা দীর্ঘ সময় বন্ধ ছিল।
মূলত ইরান তাদের ইসলামি রেভ্যুলেশনারী গার্ডকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে বলছে। কিন্তু যুক্তরাষ্ট্র এটি মানতে চায় না। এ কারণে আলোচনা বন্ধ ছিল।
তাছাড়া ইরান বলছে তাদের সঙ্গে যে চুক্তি করা হবে সেখানে উল্লেখ থাকতে হবে, যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসন আর এ চুক্তি থেকে সরে আসতে পারবেন না।
২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ইরানের সঙ্গে চুক্তি বাতিল করে।
এ কারণে ইরান চুক্তি বাতিল না করার গ্যারান্টি চাইছে।
তবে রব মিলে জানিয়েছেন, কেউ নিশ্চয়তা দিতে পারবে না পরবর্তী প্রশাসন কোনো চুক্তি বাতিল করবে নাকি করবে না।