সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে আড়াই হাজার পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন করা হয়েছে। ৬ জুলাই বুধবার উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উদ্যোগে ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুর রহমান, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, সচিব ইকবাল হোসেন।

সকাল ৯টা থেকে ২৪০৭টি কার্ডের মাধ্যমে ভিজিএফ এর চাল ইউপি সদস্য জাহাঙ্গির ইসলাম, জাহিদুল ইসলাম, বকুল, ফেরদৌস, সোহেল, নাছিমা, মুজাম, সোনা মিয়া, রফিকুল ইসলাম এর কঠোর পরিশ্রমে নিজের হাতে বিতরণ করেন।

ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেকোরেটর থেকে ছামিয়ানার ব্যবস্থা করায় প্রসংশায় ভাসছে অত্র ইউপির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দরা। সুষ্ঠু বিতরনে সুন্দর পরিবেশে চাল পেয়ে খুশি গরিব অসহায় মানুষেরা। এ সময় ভিজিএফ এর চাল নিতে আসা অনেকে বলেন বিগত দিনের চেয়ে এবারের ভিজিএফ এর চাল নিতে কোন প্রকার দূর্ভোগ বা হয়রানির স্বীকার হতে হয়নি। চাল বিতরনের সময় লাইন ধরে সিরিয়াল অনুযায়ী উপস্থিত সুবিধাভোগীরা চাল সংগ্রহ করতে পারছে কোন প্রকার হয়রানী ছাড়া। বিশেষ করে চাল বিতরণের জন্য পরিষদের পক্ষ থেকে ছামিয়ানা টাঙ্গানো হয়েছে যার ফলে প্রচন্ড রোদের মধ্যেও সাচ্ছন্দে ভিজিএফ এর চাল বিতরণে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম ও সচিব ইকবাল হোসেন বলেন, প্রচন্ড রোদে গরমের কথা ভেবে ইউনিয়নের নাগরিকদের সুবিধার জন্য ডেকোরেটর থেকে ছামিয়ানার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও জনসাধারনের যথাসথ সেবা দিতে ইউনিয়ন এক মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *