মোসলেম উদ্দিন, নাগেশ্বরী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী শ্রী বাদল চন্দ্রকে নির্যাতনের প্রতিবাদে থানা যাতায়াতের রাস্তার প্রধান ফটকে ময়লা ফেলে প্রতিবাদ করেছে পৌর পরিচ্ছন্নকর্মীরা।
বুধবার নাগেশ্বরী পৌর পরিচ্ছন্নকর্মীরা শহরের ময়লা পরিষ্কার না করে তারা কর্মবিরতী পালন করে। পরে সকাল ৭ঘটিকার সময় নাগেশ্বরী থানা গেটের সামনে শহরের ময়লা জমা করে প্রতিবাদ জানায়। উল্লেখ্য,গতকাল মঙ্গলবার পৌর পরিচ্ছন্নকর্মীকে নাগেশ্বরী থানা পুলিশ কর্র্র্র্তৃক নির্যাতনের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে তারা এই প্রতিবাদ কর্মসুচী পালন করে।
এ ব্যাপারে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ নবিউল হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।