সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ১০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন ঘটনাস্থলে নিহত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয় এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩জনে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১০জন। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

আজ শুক্রবার (১৫ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে সীমাবাড়ি ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নওগাঁ থেকে ছেড়ে আসা নওগাঁ পরিবহন ঢাকার দিকে যাওয়ার পথে ঘোগাবটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আঁখি পরিবহন বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর ১ জন মারা যায় এ ঘটনায় আরো ১০জন আহত হয় । এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সাব-অফিসার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে। নিহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একে এম বানিউল আনাম জানান, দুটি বাস আটক রয়েছে। দ্রুত রাস্তা পরিষ্কার করায় যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *