নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় ইয়াবা সেবন নিয়ে তর্কের জের ধরে লিটন শেখ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদকসেবীরা। এঘটনায় পুলিশ রিতা নামের এক নারীকে গ্রেফতার করেছে।
রোববার (১৭ জুলাই) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান লিটন।
লিটন শেখ বগুড়া শহরতলীর ছোট কুমিড়া পশ্চিমপাড়ার মৃত আশরাফ আলী শেখের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।শনিবার (১৬ জুলাই) দুপুরে ছোট কুমিড়া পশ্চিমপাড়ায় লিটন শেখ কুপিয়ে জখম করা হয়। এসময় আহত হন রাশেদ ও আজিজুল নামের দুই যুবক।
স্থানীয়রা জানান, একই এলাকার মমিন নামের এক যুবক তার সহযোগীদের নিয়ে লিটনের বাড়ির পার্শ্বে ইয়াবা সেবন করে প্রতিনিয়ত। ইয়াবা সেবন নিয়ে শনিবার দুপুরে লিটনের বোন ডলির সাথে ঝগড়া শুরু হয় ইয়াবা সেবনকারী যুবকদের মধ্যে। এসময় দুই পক্ষ ঝগড়ায় জড়িয়ে পড়লে লিটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে লিটন শেখ মারা যান।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানাগেছে ইয়াবা সেবন করা নিয়ে বিরোধের জের ধরে মারামারি ঘটনা ঘটে। লিটন শেখ মারা যাওয়ার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থল থেকে রিতা নামের এক নারীকে গ্রেফতার করা হয়। রিতা মামলার ৭ নং আসামি।
-বারতা২৪ এর সৌজন্যে