সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

মহাদেবপুরে পুলিশের উপর হামলা, দুই ছাত্রলীগ নেতা আটক


নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে গভীর রাতে উচ্চ শব্দে ডেক বাজিয়ে হৈহুল্লোড়, চেঁচামেচি ও নাচানাচি বন্ধ করতে বলায় একদল উশৃঙ্খল তরুণের হাতে দুই পুলিশ সদস্য প্রহৃত হয়েছেন। এরা হলেন মহাদেবপুর থানার এসআই ফারুক হোসেন ও কনস্টেবল আকবর আলী। এই ঘটনায় থানা পুলিশ উপজেলা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে।

আটকৃতরা হলো মহাদেবপুর উপজেলা সদরের কলেজপাড়ায় বসবাসকারি খাজুর গ্রামের হাসানুজ্জামান বিশ্বাস হাসানের ছেলে ইউসুফ বিশ্বাস মুগ্ধ (১৯) ও মহাদেবপুর মধ্য বাজারের মৃত প্রদীপ কুমার দেবের ছেলে তনয় কুমার দেব (২০)। প্রথম জন উপজেলা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ও অন্যজন দপ্তর সম্পাদক।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত ৮টার পর একদল উশৃঙ্খল তরুণ মহাদেবপুর থানা সংলগ্ন শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের ড্রাগন ক্লাবের সামনে উচ্চ শব্দে ডেক বাজিয়ে হৈহুল্লোড়, চেঁচামেচি ও উশৃঙ্খল আচরণ শুরু করে। স্থানীয়রা এ ব্যাপারে মহাদেবপুর থানায় অভিযোগ দিলে থানায় একটি জিডি এন্ট্রি করা হয়। এর প্রেক্ষিতে থানার এসআই ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে তরুণদেরকে ডেক বাজাতে নিষেধ করেন ও জনবিরক্তি সৃষ্টি না করে তাদেরকে বাড়ি ফিরে যেতে বলেন। কিন্তু তারা পুলিশের নিষেধ অমান্য করে হৈচৈ অব্যাহত রাখে।

রাত সোয়া ১০টায় পুণরায় এসআই ফারুক ও কনস্টেবল আকবর আলী ঘটনাস্থলে গিয়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করলে তরুণেরা লাঠি ও গাছের ডাল দিয়ে দুই পুলিশকে প্রহার করে। খবর পেয়ে থানার এসআই শামিনুল ইসলাম, এসআই জাহিদ হাসান, এসআই আবদুল খালেক, এএসআই জিল্লুর রহমান, এএসআই মনিরুল ইসলাম, এএসআই ইউসুফ আলী প্রমুখ ঘটনাস্থলে গিয়ে প্রহৃত দুই পুলিশকে উদ্ধার করেন ও ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই তরুণকে আটক করেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়।
এব্যাপারে এসআই ফারুক বাদি হয়ে মঙ্গলবার আটক দুই তরুণসহ পলাতক মহাদেবপুর কলোনিপাড়ার সামির খানের ছেলে নাজমুল হাসান খান ও অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
দুপুরে আটকৃতদের নওগাঁ কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *