অনলাইন ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজ সফরের সাদা বলের সিরিজে দলে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ফিটনেস টেস্টে পাস করতে পারেননি তিনি। দল ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরার সময়ও কোমরের ব্যথায় ভুগছিলেন এই ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজ থেকে টি-২০ সিরিজে হেরে এবং ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। কিন্তু পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন খেলার মতো ফিট হতে পারেননি এখনও। কোমরের ব্যথা সারাতে ইনজেকশন নিতে রোববার দিল্লি যাচ্ছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
ওই ব্যথার কারণে ওয়েস্ট ইন্ডিজের মতো জিম্বাবুয়ে সফরেও যাওয়া হচ্ছে না তার। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তাকে বলে দেওয়া হয়েছে এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে।
সাইফউদ্দিনের মতো নিয়তি ভোগ করতে হচ্ছে মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বিরও। পুনর্বাসনে থাকা ব্যাটার রাব্বিও মেডিকেল বিভাগের ছাড়পত্র পাচ্ছেন না। তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন। প্রথমে দলের সঙ্গে রাখা হলেও পরে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে আসা দলের সঙ্গে তাই জিম্বাবুয়ে সিরিজের টি-২০ দলে নতুনরা যোগ হতে পারেন। টাইগাররা আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরের বিমান ধরবেন। তিন ম্যাচের টি-২০ সিরিজ ৩০ জুলাই শুরু হয়ে শেষ হবে ২ আগস্ট। এরপর ৫, ৭ ও ১০ আগস্ট মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।