সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি মাদ্রাসাছাত্রী উদ্ধার!

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

আজ বৃহস্পতিবার সকাল সাতটায় ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর জোড়া সেতুর নিচে বস্তাবন্দি অবস্থায় একজন মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করেছেন স্থানীয়রা। মেয়েটির নাম মাহফুজা খাতুন (১৪)। বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট। তার বাবার নাম গোলাম মোস্তফা।

স্থানীয় লোকজন জানায়, সকাল ৭.০০ টায় জনৈকা মহিলা গরু বাঁধতে ব্রিজের নিচে গেলে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। এতে স্থানীয়রা ছুটে এসে মেয়েটিকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেয়েটি পৌর শহরের গোবিন্দ নগরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কওমি মাদ্রাসার শিক্ষার্থী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, সকালে টাঙ্গন জোড়া সেতুর নিচে বস্তাবন্দি অবস্থায় ওই তরুণীকে দেখতে পান স্থানীয়রা। পরে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে বস্তায় ভরে সেতুর নিচে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *