সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইবন্ধু নিহত

শাজাহানপুর (বগুড়া):

বগুড়ার শাজাহানপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুইবন্ধু নিহত ও অপর বন্ধু গুরুতর আহত হয়েছেন।

 

আজ (শনিবার)  দুপুরে বগুড়ার ২য় বাইপাস মহাসড়কে শাজাহানপুর উপজেলার মাদলা ব্রীজে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের আলমাস হোসেনের ছেলে তানভীর আহমেদ (২২) ও বগুড়া সদরের চেলোপাড়া এলাকার খোকন দাসের ছেলে সাগর দাস (২৪)। আহত যুবক সিরাজগঞ্জ শহরের ধল্লব এলাকার মৃত স্বপনের ছেলে ছানী (২৩)।

জানা গেছে, দুর্ঘটনার শিকার তিনবন্ধু বগুড়া থেকে মোটর সাইকেল যোগে মাদলা হয়ে মাটিডালি বাইপাসের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাদলা ব্রিজে পৌছিলে একটি মালবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তিন যুবক গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তানভীর এবং চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় সাগরের মৃত্যু হয়। আহত অপরজন ছানীর অবস্থা গুরুতর।

ছিলিমপুর (মেডিকেল) ফাড়ির ইনচার্জ বেলাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *