সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৯:২২ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ইভটিজিং এর প্রতিবাদ করায় কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রী কলেজের সহপাঠী ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বিশ্বজিৎ (২০) নামে এক কলেজছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন বখাটের বিরুদ্ধে। বুধবার (২৭ জুলাই) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী ডিগ্রি কলেজের পাশে কলেজপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত বিশ্বজিৎকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে কলেজ কর্তৃপক্ষ।
আহত ছাত্র বিশ্বজিৎ বলেন, ‘কলেজে ঐ বখাটেরা প্রায় আসতো। আজকে আকাশ, রাফি, মানিক, মুন্না এসে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীদের ব্যাগে হাত দেয়। তাদের সঙ্গে অশোভন আচরণ করে। আমি তাদের চলে যেতে বললে আমার ওপর ক্ষিপ্ত হয়। আমাকে ও আমার দুই সহপাঠীকে ধমক দিয়ে তারা চলে যায়। কলেজ ছুটি হলে গেটের বাইরে যাওয়ার সময় ৮-১০ জন বখাটে আমাকে মারধর করে। লাহিড়ী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মাহিরা আক্তার বলেন, ‘আমি ও আমার সহপাঠীরা বারান্দায় ছিলাম। এ সময় তিন-চারজন বখাটে শ্রেণিকক্ষে থাকা এক বান্ধবীর ব্যাগ থেকে টাকা বের করে এবং নানা অশ্লীল ভাষায় গালিগালাজ করে । এ সময় সহপাঠী তিথী ও বিশ্বজিৎ প্রতিবাদ করলে তাদেরও ধমক দিয়ে বখাটেরা কলেজ থেকে চলে যায়। কলেজ ছুটি হলে বাড়ি ফেরার সময় রাস্তায় বিশ্বজিৎকে লাঠি দিয়ে মারধর করে তারা।’
লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর বলেন, ‘বিশ্বজিৎকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছি। কলেজের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ‘বিষয়টি মোবাইল ফোনে জেনেছি। তবে এখনো লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, কলেজের ঘটনাটি আমাকে জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষকে আমার দপ্তরে নির্যাতিত শিক্ষার্থীদের নিয়ে আসতে বলেছি।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *