সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে ২০০ পিস ইয়াবা সহ ৫ মামলার আসামি গ্রেফতার

শেরপুর (বগুড়া)প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে ২০০পিস ইয়াবাসহ ৫ মামলার আসামি ফেরদৌস জামান (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক গাড়ীদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
জানা যায়, ফেরদৌস জামান দীর্ঘদিন ধরে শেরপুর উপজেলা সহ আশেপাশের উপজেলায় মাদক বিক্রয় করে আসছিলো। এর আগেও বেশ কয়েকবার মাদক মামলা গ্রেপ্তার হয়েছে। তার নামে ৫টি মাদক মামলা রয়েছে। মাদক মামলার জামিনে বের হয়ে সে আবার মাদক বিক্রয়ে জরিয়ে পড়ে। বৃহস্পতিবার বিকালে গাড়িদহ এলাকায় আব্দুল খালেকের বাড়ির পশ্চিমে বিশ্বরোড সংলগ্ন এলাকায় মাদক বিক্রয়ের জন্য অপেক্ষা করে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে শেরপুর থানার এসআই রামজীবন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২০০পিস ইয়াব ট্যাবলেটসহ ফেরদৌস জামানকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চক্রবর্তী জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *