অনলাইন ডেস্ক:
কোপা আমেরিকার শিরোপা জয় না করতে পারলেও প্রতিযোগিতাটির তৃতীয় স্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শনিবার প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। এই জয়ে ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা নারী ফুটবল দল।
ম্যাচের ৩৯ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে বসেন মিডফিল্ডার রমিনা নুনিয়েজ। তবে শেষ ১৩ মিনিটে ৩ গোল করে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে দলটি। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন ইয়ামিলা রদ্রিগেজ, এবং একটি গোল করেন ফ্লোরেন্সিয়া বনসেগুন্ডো।
এর আগে সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের ফলে কোপা আমেরিকা জেতার স্বপ্ন অধরাই রয়ে যায় দলটির। অপর সেমিফাইনালে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল প্যারাগুয়েকে হারায় ২-০ গোলে। তাতে নিজেদের ৮ম শিরোপার স্বপ্ন পূরণের চূড়ান্ত ধাপে গিয়ে পৌঁছায় সেলেসাওরা।
আগামী বছর ২০ জুলাই থেকে শুরু হবে নারীদের বিশ্বকাপ। এই বিশ্বকাপেই প্রথমবারের মতো দেখা যাবে ৩২ দলের টুর্নামেন্ট। এর আগে ২৪ দল নিয়ে আয়োজিত হয়েছে নারীদের বিশ্বকাপ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ২০২৩ নারী বিশ্বকাপের আয়োজক দেশ।