সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁওয়ে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে বেশ ক’জন আহত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলায় খেলার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা সদরের গড়েয়া ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে মাঠটিতে খেলাধুলা করে আসছিলেন স্থানীয়রা। ৩০ জুলাই শনিবার মাঠে স্থাপনা নির্মাণ করতে চাইলে বাধা দেন স্থানীয়রা। এতে ক্ষিপ্ত হয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হোন। পরে তারা মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ করেন। মাঠে স্থাপনার বিষয়ে জমির মালিক কামরুজ্জামান বলেন, পৈতৃক সম্পত্তি হিসেবে জমির দলিলমূলে ফকরুল ইসলাম ও আমিন খান নামে দুই ব্যক্তির কাছে মাঠের জমি বিক্রি করা হয়। যেহেতু ব্যক্তিমালিকানা জমি, সে কারণেই বিক্রি করে দেয়া হয়েছে। সেই সূত্র ধরেই জমিতে স্থাপনা গড়তে গেলে এ ঘটনা ঘটে, যা অনাকাঙ্ক্ষিত।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, বিশৃঙ্খলার ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। যেন আইনশৃঙ্খলার অবনতি না হয়।’ তবে খেলার মাঠটি কোনো সরকারি সম্পত্তি নয় বলে তিনি নিশ্চিত করেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *