বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শাজাহানপুরে টেনিস তারকা জলিকে গাছের চারা উপহার!

সাবিক ওমর সবুজ, শাজাহানপুর (বগুড়া) থেকে:

বগুড়ার শাজাহানপুরের কৃতি সন্তান জেরিন সুলতানা জলি এখন ন্যাশনাল টেনিস খেলোয়াড়। সে ইতিমধ্যেই জয় করেছে দেশ-বিদেশের অনেক স্বর্ণপদক। বিদেশের মাটিতে পরিচয় করে দিয়েছে লাল-সবুজের বাংলাদেশকে। আন্তর্জাতিক পদক গুলোর মধ্যে ১১তম এশিয়ান গেমস অনূর্ধ্ব-১৪ গার্লস ডাবলস রানার আপ, ১২ তম এশিয়ান গেমস অনূর্ধ্ব -১৪ গার্লস সিঙ্গেল এবং ডাবল উভয় চ্যাম্পিয়ন,ITF এশিয়ান অনূর্ধ্ব -১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ,দক্ষিণ এশিয়ান গেমস ২০১৯ নেপালে চাম্পিয়ান।

জাতীয় পদক গুলোর মধ্যে-২০২১মহিলাদের সিঙ্গেল বাংলাদেশ গেমস (২০২০) চ্যাম্পিয়ন,২০২১মহিলাদের ডাবল বাংলাদেশ গেমস (২০২০) চ্যাম্পিয়ন,২০১৮ অনূর্ধ্ব ১৪ সিঙ্গেল Bksp. ক্যাম্প চাম্পিয়ান,২০১৮ অনূর্ধ্ব ১৬ সিঙ্গেল Bksp. ক্যাম্প চাম্পিয়ান,২০১৮ অনূর্ধ্ব ১৬ সিঙ্গেল জাতীয় টুর্নামেন্ট চাম্পিয়ান,২০২০ অনূর্ধ্ব ১৬ সিঙ্গেল জাতীয় টুর্নামেন্ট চাম্পিয়ান,২০১৭ অনূর্ধ্ব ১৪ সিঙ্গেল জাতীয় টুর্নামেন্ট চাম্পিয়ান,২০১৭ মহিলাদের ডাবল জাতীয় টুর্নামেন্ট চাম্পিয়ান সহ আরো অনেক অর্জন রয়েছে।

৩১ জুলাই রবিবার সকালে জলিকে বিসিএফের পক্ষ থেকে গাছের চারা উপহার দেওয়া হয়।

বিসিএফ এর চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, প্রত্যেক ছেলেমেয়েদের খেলাধুলা করা উচিত। কারণ খেলাধুলার মধ্য দিয়ে তার প্রতিভার সঠিক বিকাশ ঘটে। সুস্থ সবল সুন্দর মনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। ভিন্ন ধরনের শুভেচ্ছা উপহার হিসেবে গাছ উপহার দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, মানুষকে শুভেচ্ছা উপহার হিসেবে ফুল না দিয়ে ফুল গাছ কিংবা বৃক্ষ উপহার দেয়া উচিত। ফুল একটু পরে নষ্ট হয়ে যাবে, গাছ রয়ে যাবে তার স্মৃতি হয়ে। উপহারটা যেন স্মৃতি হয়ে থাকে এই জন্য তার এই উদ্যোগ।

জেরিন সুলতান জলি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছের কোন বিকল্প নেই। তাই সকলে গাছের প্রতি ভালোবাসা ও যত্ন নেওয়া উচিত। গাছ মানুষের প্রকৃত বন্ধু। মানুষকে গাছ লাগানোর বিষয়ে উৎসাহিত করার জন্য বি সি এফ চেয়ারম্যান আরিফুল ইসলাম এর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান জলি।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *