সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁওয়ে বেকারীর দোকানে অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও পৌর শহরের রোড আনন্দ ব্রেড এন্ড কনফেকশনারীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৩১ জুলাই রোববার ভোরে রোড বাজারের উজ্জল টাওয়ারের ঐ দোকানে এ দুর্ঘটনা ঘটে। এতে দোকানের প্রায় সব মালামাল ভষ্মীভুত হয়।

জানা যায়, শনিবার রাত সাড়ে ১২ টায় দোকান বন্ধ করে চলে যান দোকানের মালিক আলতাফুর রহমান। পরদিন সকাল ৬টায় পাশ্ববর্তী দোকানের কর্মচারী হারুন মোবাইলে জানায় তার দোকানে আগুন লেগেছে। তিনি তাৎক্ষনিক দোকানে এসে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়। দোকানের মালিক মো: আলতাফুর রহমান বলেন, কিভাবে আগুন লেগেছে সেটা বুঝতে পারিনি তবে আগুনে দোকানের র‌্যাক, আইপিএস, ফ্যান, সিসি ক্যামেরা, ফ্রিজসহ প্রায় সব মালামাল পুড়ে যায়। এতে আমার কমপক্ষে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

এ ব্যাপারে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো: ফরহাদ হোসেন জানান, ঐ দোকানে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *