মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঘোড়াঘাটে অসহায় রোগীর পাশে জামায়াত

ঘোড়াঘাট ( দিনাজপুর ) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামের মৃত বাচ্চা মিয়ার পুত্র আঃ মালেকের (৫৬) গত কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় এক পা ভেঙে যায়। গরীব ভ্যানচালক আঃ মালেক অর্থাভাবে সুচিকিৎসা করতে পারছিলনা। খবর পেয়ে অসহায় আঃ মালেকের খোঁজখবর নেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ।

৮ আগষ্ট সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও ঘোড়াঘাট উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান আলমগীর হোসেন, ঘোড়াঘাট উপজেলা আমীর মোফাখখায়ের ইসলাম, বায়তুল সেক্রেটারী আইয়ুব আলী ও বুলাকিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মহাতাব উদ্দিন প্রমূখ উপস্থিত থেকে এ সহযোগিতা প্রদান করেন।

অপরদিকে ঘোড়াঘাট পৌরসভার কাদিমনগরের মৃত আঃ ওহাবের বিধবা অসহায় স্ত্রী মনোয়ারা বেগম অর্থাভাবে ভাঙা এক পায়ের চিকিৎসা করতে পারছিলনা।

ঘোড়াঘাট উপজেলা মহিলা জামায়াত গরীব অসহায় মনোয়ারা বেগমের পাশে দাঁড়ায় এবং আর্থিক সহযোগিতা প্রদান করে।

 

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *